অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক প্রয়াণে শোকপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

শনিবার সন্ধ্যায় মারা গেলেন বলিউডের চাঁদনি গার্ল শ্রীদেবী। মাত্র ৫৪ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো তাঁর। জানা গিয়েছে, দুবাইয়ে এক আত্মীয়ের বাড়িতে সেসময় ছিলেন শ্রীদেবী। তাঁর সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও মেয়ে খুশি। বিশিষ্ট অভিনেত্রীর মৃত্যুতে টুইটারে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, অসময়ে শ্রীদেবীর মৃত্যুতে শোকাহত, এক প্রজন্মের সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। তাঁর পরিবার, ভক্ত ও সহকর্মীদের আমার সমবেদনা জানাই।

শ্রী আম্মা ইয়ঙ্গার আয়াপ্পান থেকে রূপালি পর্দায় হলেন “শ্রীদেবী”। ১৯৬৩ সালের ১৩ অগস্ট জন্ম তামিলনাডুর শিবকাশিতে।

১৯৭৫ এ বলিউডে পা রাখেন শিশুশিল্পী হিসেবে “জুলি” ছবিতে। মাত্র ১৩ বছরেই অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু তামিল ছবি “মনদ্রু মদিচু”(১৯৭৬)। বলিউডে নায়িকা হিসেবে প্রথম ছবি “সোলবা সাওন”(১৯৭৮)। ১৯৮৩ তে জিতেন্দ্র র বিপরীতে “হিম্মতওয়ালা” শ্রীদেবীকে জনপ্রিয় করে তোলে। এরপর একের পর এক হিট ছবি…….নয়াকদম, মকসদ, মাস্টারজি, নজরানা, মিস্টর ইন্ডিয়া, ওয়াক্ত কি আওয়াজ, চাঁদনি। এরপর ২০১২ সালে আবার ছবির জগতে ফিরে আসেন “ইংলিশ ভিংলিশ”। পরের বছরেই পদ্মশ্রী পুরস্কার পান। ২০১৭ সালে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি “মম”। এরপরেও শাহরুখ খানের ছবি জিরো তেও তিনি কাজ করছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*