ফারুক মানেকশ ইঞ্জিনিয়ার
জন্ম: ২৫ ফেব্রুয়ারি, ১৯৩৮
তিনি একজন ভারতীয় ক্রিকেটার। মহারাষ্ট্রের বোম্বেতে তিনি জন্মগ্রহণ করেন। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন মাতুঙ্গার পোদার কলেজের প্রাক্তন ছাত্র ফারুক ইঞ্জিনিয়ার। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে বোম্বে ও ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের পক্ষে তিনি খেলেছেন।
১ ডিসেম্বর, ১৯৬১ তারিখে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক ঘটে। একই দলের বিপক্ষে ২৩ জানুয়ারি, ১৯৭৪ তারিখে ওডিআই অভিষেক হয় তাঁর। সমগ্র খেলোয়াড়ী জীবনে ভারতের পক্ষে ৪৬ টেস্টে অংশ নিয়েছেন। ১৯৫৯ থেকে ১৯৭৫ সময়কাল পর্যন্ত তিনি ভারতের ঘরোয়া ক্রিকেটে বোম্বের প্রতিনিধিত্ব করেন। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ১৯৬৮ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ল্যাঙ্কাশায়ারের সদস্য ছিলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
===============================================================================================
ড্যানি ডেনজংপা
জন্মঃ ২৫ ফেব্রুয়ারী ১৯৪৮
তিনি একজন চলচ্চিত্র অভিনেতা, গায়ক, ও পরিচালক। তিনি বলিউড ছাড়াও নেপালি, তামিল, বাংলা, তেলেগু ছবিতে অভিনয় করেন। ২০০৩ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়।
নাম শাবানা, বেবি, ব্যাঙ ব্যাঙ, বস, জয় হো, বিগ ব্রাদার, শিকার, শোচ, পুকার, কোহরাম, চায়না গেট, বারাসাত, আর্মি, ক্রান্তিবীর, গুরুদেব, সংগ্রাম, হাম, বাহাদুর, শানদার, খোঁজ, সায়া, জনম জনম, ইতিহাস, জবাব, বক্সার ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment