দিব্যা ওম প্রকাশ ভারতী
জন্মঃ ২৫ ফেব্রুয়ারি, ১৯৭৪-এপ্রিল ৫, ১৯৯৩
তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি ১৯৯০-এর দশকের প্রথম দিকে তিনি বহু সফল হিন্দি এবং তেলুগু ছবিতে অভিনয় করেছেন।
১৯৯০ সালে তেলুগু বব্বিলি রাজা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর চলচ্চিত্র কর্মজীবন শুরু হয়। এরপর ১৯৯২ সালে বিশ্বআত্মা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ভারতী শোলা অর শবনম এবং দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে বাণিজ্যিক সাফল্য লাভ করেন, এবং যার জন্যে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ মহিলা অভিষেক পুরস্কার অর্জন করেন। ১৯৯২ এবং ১৯৯৩-এর প্রথমার্ধে তিনি ১৪টি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন, যা আজ পর্যন্ত বলিউডে অভিষেক হিসেবে তাঁর রেকর্ড হয়ে আছে।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
===============================================================================================
শাহিদ কপুর
জন্ম ২৫ ফেব্রুয়ারি, ১৯৮১
তিনি হলেন একজন ভারতীয় অভিনেতা। যিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। শাহিদ কপুর অভিনেতা পঙ্কজ কপুর ও অভিনেত্রী নীলিমা আজিমের ছেলে। শাহিদ কাপুর শিয়ামক দাবারের ড্যান্স অ্যাকাডেমিতে যোগ দেন। ১৯৯০-এর দশকে কয়েকটি চলচ্চিত্রে শাহিদ সহ-নৃত্যশিল্পী হিসেবে কাজ করেন। পরবর্তীকালে তিনি কয়েকটি মিউজিক ভিডিও ও টেলিভিশন বিজ্ঞাপনেও অভিনয় করেন।
তাল, ইশক ভিশক, ফিদা, দিল মাঙ্গে মোর, শিকার, বিবাহ, চুপ চুপকে, কামিনে, পাঠশালা, বদমাশ কোম্পানি, বোম্বে টকিজ, ফাটা পোস্টার নিকলা হিরো, ৩৬ চায়না টাউন ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment