পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দুর্নীতি সামনে আসতেই এবার নীরব মোদীর আরও অনেক কীর্তি সামনে এলো। উল্লেখ্য, ২০১৬ সালে নোট বাতিলের ঘোষণার কয়েক ঘণ্টা আগেই মুম্বইয়ের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৯০ কোটি টাকা জমা করেছিলেন নীরব। এমনই দাবি করলেন ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির নেতা মজিদ মেমন। ওই টাকা জমা করার বিনিময়ে কোনও সুবিধাও নীরব পেয়েছিলেন কিনা তা নিয়ে তদন্তের দাবি করলেন বিশিষ্ট এই আইনজীবী।
মেমন জানান কী ভাবে ওই বিপুল টাকা নীরব পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জমা করালেন তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। ওই টাকা জমা করে নীরব কোনও সুবিধা পেয়েছিলেন কিনা তাও খোঁজ খবর করা প্রয়োজন। এদিকে বিশিষ্ট আইনজীবী মেমনের দাবি, গত ৮ নভেম্বর ওই লেনদেন এটাই প্রমাণ করে যে নীরব মোদীর সঙ্গে বিজেপি সরকারের কোনোভাবে যোগাযোগ রয়েছে।
Be the first to comment