শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-২০ সিরিজে কোহলি, ধোনি সহ কিছু ক্রিকেটারকে বিশ্রাম, রোহিত শর্মা ক্যাপ্টেন

Spread the love

দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচটি পিঠের সমস্যায় খেলতে পারেননি ক্যাপ্টেন বিরাট কোহলি। শেষ টি-২০ তে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। তাই আসন্ন শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-২০ সিরিজে ভারতের অধিনায়ক বিরাট কোহলি, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সহ প্রথম দলের একঝাঁক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হল। কোহলি, ধোনি ছাড়াও বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদবকে। এই সিরিজে ভারতের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। সহ-অধিনায়ক শিখর ধবন।
দল ঘোষণার পর প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘মহেন্দ্র সিংহ ধোনি বিশ্রাম চেয়েছিলেন। তাই এই সিরিজে তাঁকে পাওয়া যাবে না। আমরা ক্রিকেটারদের ওয়ার্কলোড এবং ভবিষ্যতের সিরিজগুলির কথা মাথায় রেখেই এই সিরিজের জন্য দল বেছে নিয়েছি।’
শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সব ম্যাচই হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ৬ থেকে ১৮ মার্চ পর্যন্ত এই ত্রিদেশীয় সিরিজে খেলবে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে। তিনটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। তারপর হবে ফাইনাল।
ভারতের পরের সিরিজের আগে অবশ্য সময় আছে বেশ। জুনে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্টের পর জুলাইয়ে ইংল্যান্ড সফর। তবে এপ্রিল-মে মাসে আছে দীর্ঘ আইপিএল। সেটি মাথায় রেখেই বিশ্রাম দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের কয়েকজনকে। পাঁচ জনের বিশ্রামে দলে সুযোগ পেয়েছেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ, পেসার মোহাম্মদ সিরাজ, অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও বিজয় শঙ্কর, ব্যাটসমান দিপক হুডা। সৈয়দ মুস্তাক আলি টি-২০ প্রতিযোগিতা এবং আইপিএল-এ যাঁরা ভাল পারফরম্যান্স দেখিয়েছেন, তাঁদেরই ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। গত ডিসেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে যাঁরা দলে ছিলেন, তাঁদেরও সুযোগ দেওয়া হয়েছে।
ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, সুরেশ রায়না, মণীশ পাণ্ডে, দীনেশ কার্তিক, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহল, অক্ষর পটেল, বিজয় শঙ্কর, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ ও ঋষভ পন্থ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*