পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আমেরিকান জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, সোমবার সকালে হওয়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি বলে জানা গেছে সূত্র থেকে। পাপুয়া নিউ গিনির এঙ্গা প্রদেশের পোরগেরা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।
এমনিতেই পাপুয়া নিউ গিনি ভূমিকম্পণ প্রবণ অঞ্চল। প্রাথমিকভাবে ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আমেরিকান জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি এবং হতাহতের আশঙ্কা রয়েছে। ভূমিকম্প থেকে ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
Be the first to comment