নাইজেরিয়ার ইয়োবে প্রদেশের দাপচিতে একটি স্কুলে হানা দিয়ে অন্তত ১০৪ জন ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম জঙ্গিরা। দাপচির গভমেন্ট গার্লস সায়েন্স টেকনিক্যাল কলেজে গত সোমবার রাতে বোকো হারামের হানার পর এক ছাত্রীর বাবা একশ’র ওপর নিখোঁজ ছাত্রীর মধ্যে তার মেয়েও রয়েছে বলে জানান। সূত্রে খবর
নাইজেরিয়ার সরকার এখনও অসমর্থ নিখোঁজ ছাত্রীদের তালিকা প্রকাশ তৈরী করতে। সরকারি সংস্থাগুলো পরষ্পরবিরোধী তথ্য দিয়েছে যে কতজন ছাত্রী অপহৃত হয়েছে।
তবে ছাত্রী অপহরণের এমন ঘটনা নাইজেরিয়ায় প্রথম নয়। ২০১৪ সালেও নাকি এক স্কুলে হানা দিয়ে চিবোকের প্রায় ৩০০ জন স্কুলছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম জঙ্গিরা। তাদের একশ জনের মত ছাড়া পেলেও বাকী অধিকাংশেরই আর খোঁজ মেলেনি।
স্কুলের অভিভাবক অ্যাসোসিয়েশনের প্রধান বলেছেন, ছাত্রীদের বাবা-মায়েদের দেওয়া হিসাব এবং অ্যাসোসিয়েশনের রেকর্ড অনুযায়ী, ১০৪ জন ছাত্রী নিখোঁজ রয়েছে। ঘটনার ৫ দিন পরেও নিখোঁজদের কোনো হদিস না পেয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এই ঘটনাটিকে ‘জাতীয় বিপর্যয়’ বলে ঘোষণা করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে অপহৃতদের খুঁজে বের করা এবং দায়ীদের বিচার করবেন। হারানো ছাত্রীদের খোঁজে সেনা পাঠানো হচ্ছে এবং গোটা এলাকা খুঁজে দেখতে বিমানও পাঠানো হচ্ছে বলেও তিনি জানান।
ছবি ও তথ্য সূত্র থেকে।
Be the first to comment