উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর। সোমবার কলকাতাতেও সকাল থেকে মেঘলা আকাশ। দু’এক পশলা বৃষ্টিও হয়েছে। তবে শহরে দিনভর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। আর তার প্রভাবেই মেঘলা আকাশ। রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখনই তাপমাত্রা নামার কোনও সম্ভাবনা নেই। উল্টে কোনও কোনও জেলায় তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াস পেরোতে পারে বলেও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছ।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি৷ শীত উধাও হয়েছে বেশ কয়েকদিন হল। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী উত্তরবঙ্গের পাঁচ ও দক্ষিনবঙ্গের চার জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Be the first to comment