প্রধানমন্ত্রীর আগে, তিনি চৌকিদার। তাহলে তাঁর নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জালিয়াতির ঘটনা কীভাবে ঘটলো? কর্নাটকের বগলকোট জেলার এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এভাবেই কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুল বলেন, মোদী বলেছেন তিনি দেশের চৌকিদার, প্রধানমন্ত্রী নন। মানুষের সেবক বলেও নিজেকে দাবি করেছেন তিনি। তাহলে কীভাবে একজন হিরে ব্যবসায়ী ব্যাঙ্ক লুট করে পালাতে পারে, এনিয়ে তাঁর ব্যাখ্যা অবশ্যই দেওয়া উচিত।
প্রসঙ্গত, শনিবার তিন দিনের সফরে কর্নাটক আসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মানুষের সঙ্গে প্রতারণা করেছেন নরেন্দ্র মোদী। ২০১৬ সালের ৮ নভেম্বর নোটবাতিলের পর টাকা তোলার জন্য মানুষকে লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে। অথচ একজন ব্যবসায়ীকে ব্যাঙ্ক লুট করে দেশ ছেড়ে পালাতে দেওয়া হল কীভাবে?
এদিন জনসভায় ৪০ মিনিটের ভাষণে রাহুল বলেন, বিজেপি সভাপতি অমিত শাহর ছেলে ব্যবসায় ৫০০০০ টাকা বিনিয়োগ করে তিন বছরে কী করে ৮০ কোটি টাকা করেছিলেন, এটা কীভাবে সম্ভব? তা নিয়েও নীরব রয়েছেন নরেন্দ্র মোদী। কালো টাকার বিরুদ্ধে লড়তে তিনি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছেন। কিন্তু, এখনও পর্যন্ত কত কালোটাকা বাজেয়াপ্ত হয়েছে? সেই প্রশ্নও তোলেন রাহুল।
Be the first to comment