আরও জটিল হচ্ছে শ্রী রহস্য, মঙ্গলবার সন্ধ্যে ৬ টায় মুম্বইয়ে আসতে পারে অভিনেত্রীর মৃতদেহ

Spread the love

যত সময় গড়াচ্ছে ততই শ্রীদেবীর মৃত্যু নিয়ে জটিলতা বাড়ছে। শনিবার রাতে শ্রীদেবীর মৃত্যুর পর কাপুর পরিবার থেকে জানানো হয়েছিল হোটেলের বাথরুমে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা যান শ্রীদেবী ৷ তবে সোমবার দুবাই পুলিশের ফরেনসিক রিপোর্টে জানা যায়, বাথটবে জলে ডুবেই মৃত্যু হয়েছে বলিউডের এই আভিনেত্রীর৷ এমনকী, তাঁর রক্তে অ্যালকোহলও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে দুবাই পুলিশ৷

দুবাইয়ের যে হোটেলে শ্রীদেবী ছিলেন সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, শ্রীদেবীর রুম সার্ভিসে থাকা দুই ওয়েটারকেও৷ যারা শনিবার দুপুর বেলা শ্রীদেবীর ঘরে পৌঁছে দিয়েছিলেন জল ও খাবার৷ অন্যদিকে, অভিনেত্রীর দেহ পাঠানো হল আল মুহাইসানায়৷ দুবাই প্রশাসন সূত্রে খবর, শ্রীদেবীর মৃত্যুর তদন্তভার নিল দুবাইয়ের পাবলিক প্রসিকিউশন।

উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় সময়ে সকাল ৯.৩০ টায় দুবাইয়ে খুলবে মর্গ।সকাল ১০টায় যদি অনুমতি মেলে, তারপর ক্লোজার রিপোর্ট দেবে পুলিশ।ক্লোজার রিপোর্ট পাওয়ার পর পরিবার পাবে শ্রীদেবীর মৃতদেহ।এরপর,দেহে রাসায়নিক প্রলেপ দিতে সময় লাগবে দেড় ঘণ্টা। প্রক্রিয়া শেষ করতে লাগতে পারে প্রায় ৪ ঘণ্টা।সন্ধে ৬টায় ভারতে আসতে পারে শ্রীদেবীর মৃতদেহ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*