৫ বছরের কমবয়সী শিশুদের জন্য বাল আধার চালু করতে চলেছে কেন্দ্র

Spread the love

শিশুদেরও জন্যেও এবার আধার কার্ড আনতে চলেছে কেন্দ্র৷ জানা গিয়েছে, ৫ বছরের কমবয়সী শিশুদের জন্য বাল আধার চালু করছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। নীল রঙের এই আধার কার্ডে অবশ্য শিশুদের কোনও বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত করা হবে না৷ বায়োমেট্রিক তথ্য ছাড়াই তৈরি করা যাবে শিশুদের এই আধার কার্ড৷

উল্লেখ্য, এক বছর বয়স পূর্ণ হলেই আবেদন করা যাবে আধারের জন্যে৷ ৫ বছর বয়স পর্যন্ত বাবা-মায়ের আধারের তথ্যের সঙ্গেই যুক্ত থাকবে শিশুর বাল আধার৷ ৫ বছর পূর্ণ হলে ইউআইডিএআই শিশুর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে৷ আবার সন্তানের ১৫ বছর পূর্ণ হলে আবারও ইউআইডিএআই ডেটাবেসে আধার তথ্য আপডেট করা হবে৷ আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে বিনামূল্যেই৷

আধার কার্ডকে দেশের নাগরিকদের একমাত্র পরিচয়পত্র করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই লক্ষে ইতিমধ্যে একাধিক ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এবার শিশুদেরও বাল আধারের মাধ্যমে আধারের আওতায় নিয়ে এল কেন্দ্র ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*