এবারের আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের নেতৃত্বে রবিচন্দ্রন অশ্বিন

Spread the love

বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল এবারের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কে হবেন? এর আগে কিংস ইলেভেন পঞ্জাবের ওয়েবসাইটে অধিনায়ক বাছাই নিয়ে ভোটাভুটির ব্যবস্থা করা হয়েছিল। ভোটদাতাদের ৯০ শতাংশেরই পছন্দ ছিল যুবরাজ। আইপিএলের ইতিহাসে কিংস ইলেভেন পঞ্জাব হল একমাত্র টিম, যারা গত ১০ মরশুমে ১০ জন অধিনায়ক বদল করেছে। তার মধ্যেই এবারের আইপিএলের জন্য দলের অধিনায়কের নাম ঘোষণা করল কিংস ইলেভেন পঞ্জাব। একাদশ আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের নেতৃত্ব দেবেন স্পিন বোলার রবিচন্দ্রন অশ্বিন। টিম ম্যানেজমেন্ট একজন বোলারকেই অধিনায়ক হিসেবে চাইছিলেন। সেজন্য অশ্বিনকে অধিনায়ক করা হল। দলের মেন্টর বীরেন্দ্র সহবাগ বলেন, যুবরাজ সিংহ দুরন্ত খেলোয়াড় এবং তাঁর খুব ভালো বন্ধু। কিন্তু দলের সিদ্ধান্ত আর বন্ধুত্বকে পৃথকভাবেই দেখা দরকার।
যদিও আইপিএল নিলামে অশ্বিনকে দলে নেওয়ার সাথে সাথেই একটা চাপা জল্পনা ম্যানেজমেন্ট এবং সমর্থকদের মধ্যে চলছিল যে এবারের অধিনায়ক হতে পারেন অশ্বিন। এছাড়াও দলের উইকেটরক্ষকের ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে সহবাগ বলেছেন, কিংস ইলেভেন পঞ্জাব দীনেশ কার্তিককে দলে নিতে চেয়েছিল। এমনকি অধিনায়ক হিসাবেও দিনেশ কার্তিককে ভেবেছিলো টিম ম্যানেজমেন্ট। কিন্তু কলকাতা নাইট রাইডার্স কার্তিককে নিয়ে নেওয়ায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়। তবে এবার পঞ্জাবের হয়ে কে এল রাহুলই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*