দক্ষিণ আফ্রিকায় টি-২০ সিরিজের শেষ ম্যাচে ভারত জিতে সিরিজ ২-১ এ জয়লাভ করেছে। এই জয়ে মুখ্য ভূমিকা নিয়েছিলেন প্রায় এক বছর পর ভারতীয় দলে কামব্যাক করা সুরেশ রায়না। প্রথম দুটি ম্যাচেই রায়নার খেলায় খুশি হয়েছিল টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। অধিনায়ক কোহলি নিজের তিন নম্বর জায়গাটা রায়নার জন্য ছেড়ে দিয়েছিলেন। তৃতীয় ম্যাচে ৪৩ রানের ইনিংস খেলে এবং একটি উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন তিনি। স্বামীর এই সাফল্যে খুব খুশি রায়নার স্ত্রী প্রিয়ঙ্কা রায়না। এই পারফরম্যান্সের জন্য আগামী ৬ মার্চ থেকে শুরু হওয়া ভারত,শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে ত্রিদেশীয় টি-২০ সিরিজের দলে সুযোগ পেয়েছেন তিনি। কলম্বোতে খেলা হবে এই সিরিজ। সেই খুশিই টুইটারে ব্যক্ত করেছেন তাঁর স্ত্রী।
Be the first to comment