ত্রিপুরার পর এবার ভোটগ্রহণ শুরু হলো মেঘালয় ও নাগাল্যান্ডে৷ মঙ্গলবার সকাল সাতটা থেকে এই দুই রাজ্যে শুরু হয়েছে ভোটগ্রহণ৷ দুই রাজ্যেই বিধানসভা ৬০ আসনবিশিষ্ট৷ কিন্তু নাগাল্যান্ডে ৫৯ টি আসনে চলছে ভোটগ্রহণ৷ সম্প্রতি আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় এনসিপি প্রার্থী জনাথন এন সঙ্গমের। তাই মেঘালয়ের উইলিয়ামনগর কেন্দ্রে ভোট স্থগিত রাখা হয়েছে। অপরদিকে, নাগাল্যান্ডের নর্দান অঙ্গমি-II কেন্দ্র থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এনডিপিপি প্রধান নেইফিউ রিউ। তাই ওই কেন্দ্রে ভোট হচ্ছে না।
এদিন বিকেল ৪টে অবধি দুই রাজ্যেই চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া৷ তবে নাগাল্যান্ডের বেশ কয়েকটি জেলার ভোটগ্রহণ কেন্দ্রে ভোটদানের শেষ সময় বিকেল ৩টে পর্যন্ত।
নাগাল্যান্ডে কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ৷ ২,১৫৬ টি পোলিং স্টেশনকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ ইতিমধ্যে এদিন সকালেই নাগাল্যান্ডের একটি কেন্দ্রে বিস্ফোরণ ঘটে বলে খবর৷ অন্যদিকে, ৬০ আসনের মেঘালয় বিধানসভা দখলের লড়াইয়ে সামিল সব দলই৷ উল্লেখ্য, মেঘালয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশি৷ মোট ১৮ লক্ষ ৩০ হাজার ১০৪টি ভোটারের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৯ লাখ ২৩ হাজার ৮৪৮ জন৷ রাজ্যের ৩,০৮৩ পোলিং স্টেশনে চলছে ভোটগ্রহণ৷
বেলা ১টা পর্যন্ত নাগাল্যান্ডে ৫৬ শতাংশ ভোট পড়েছে ৷ মেঘালয়ে ভোটদানের হার ২৭.৭৫ শতাংশ। মেঘালয়, ন্যাগাল্যান্ড ও ত্রিপুরা নির্বাচনের ফল ঘোষণা হবে ৩ মার্চ।
Be the first to comment