পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আরও ১৩০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ

Spread the love

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আরও ১৩০০ কোটি টাকা জালিয়াতির ঘটনা ঘটলো। যার জেরে ওই ব্যাঙ্কে মোট জালিয়াতির অঙ্কের পরিমাণ বেড়ে দাঁড়াল ১২,৬০০ কোটি টাকা। জানা গিয়েছে, সোমবার রাতে স্টক এক্সচেঞ্জকে পিএনবি জানিয়েছে, এর আগে ১৪ ফেব্রুয়ারি ব্যাঙ্কে বেআইনি লেনদেনের যে পরিমাণের কথা জানানো হয়েছিল তা আরও বেড়ে ২০৪.২৫ মিলিয়ন মার্কিন ডলার হতে পারে।

পাশাপাশি, সিবিআই জানিয়েছে, এই জালিয়াতির ঘটনায় পিএনবির-র এগজিকিউটিভ ডিরেক্টর কে ভি ব্রহ্মজি রাও, দুই জেনেরাল ম্যানেজার ও অবসরপ্রাপ্ত এক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আয়কর দপ্তরের তরফে জানানো হয়েছে, ঘটনায় অভিযুক্ত রাহুল চোকসির ৬৬টিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাটাচ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*