সন্দীপ ভট্টাচার্য্য, মুম্বাই
আমি তো হাজার বসন্ত অপেক্ষায়
তোমাকে আলিঙ্গন করবো বলে
সেই যবে থেকে রুক্ষ পলাশ বনে
আগুনের প্রথম ছোঁয়া লেগেছিল
প্রাগৈতিহাসিক ওই শিমূল গাছের ডালে
প্রজন্ম আগে কোকিলের গলা
যখন সুর খুঁজে পেয়েছিল
ঠিক সেই দিন বা তারও আগে থেকে
কালবৈশাখী হোক বা কাশফুল
যতদিন তোমার কামনা করে এসেছি
আমার প্রতিটি মুহূর্ত কেটেছে বসন্তে
আর আমার অস্তিত্ব তোমার সত্তায়।
Be the first to comment