“শিক্ষাক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু খারাপ ঘটনা ঘটছে, তাতে আমাদের দুঃখ হয়, যেগুলো দেখা উচিত।” বুধবার, বাজেট আলোচনায় বললেন তৃণমূল বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, “উচ্চশিক্ষার টাকা আসে কিন্তু কাজ হয় না।কোয়ালিটি এডুকেশনের জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা কি তা চোখে পড়ছে না। যে টা হচ্ছে তা হল ন্যাক যা হল UGC-র। রাজ্য সরকার কি করছে? শুধু টাকা খরচ করাটাই সরকারের একমাত্র কাজ নয়। টাকাতো সরকার কে দিতেই হবে। কিন্তু উচ্চশিক্ষার মান উন্নয়ন না করা গেলে তার কোন মানে হয় না। প্রেসিডেন্সি তৈরি হয়েছিল শিক্ষন ও কলিকাতা বিশ্ববিদ্যালয় হয়েছিল গবেষনার জন্য। এখন তার মান অনেকটাই কমেছে।” তবে এদিন প্রাক্তন এই মন্ত্রী এ ও বলেছেন, “শিক্ষামন্ত্রী চেষ্টা করছেন না এমনটা বলছি না। কিন্তু চেষ্টার কোন সুফল দেখতে পাচ্ছি না। শিক্ষক হিসাবে এতে দুঃখ পাই, কষ্ট হয়।” অন্যদিকে বাজেট বিতর্কে তৃণমূল বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস বলেন, “কলেজ কলেজে গন্ডগোল হচ্ছে এটা ঠিক কিন্তু সেটা তো পুরোনো ট্রাডিশন, এটা নতুন কিছু নয়, কিছু লোক আছেন যারা ভালো জিনিসগুলোকে সহ্য করতে না বাঁধা দিতে খারাপ কাজ গুলো করে চলেছে, আর সেগুলোই বার বার সামনে আসছে, ভালোগুলোর দিকে আমাদের দেখতে হবে”
Be the first to comment