অলিম্পিকে ৮টি স্বর্ণপদক প্রাপ্ত উসাইন বোল্ট শৈশব থেকেই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত। বোল্ট অ্যাথলেটিকসের ক্যারিয়ার শেষে হতে চেয়েছেন ফুটবলার। আর তাঁর প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে খেলার ইচ্ছা অনেক আগেই প্রকাশ করেছেন। এবার সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে যাচ্ছে বোল্টের। আগামী ১০ই জুন ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে এক প্রীতি ম্যাচে অংশ নেবেন বোল্ট। অসহায় শিশুদের সাহায্যার্থে এ ম্যাচটি ২০০৬ থেকে প্রতি বছরই আয়োজন করে থাকে ইউনিসেফ। বিশ্বের নামি-দামি তারকা ও প্রাক্তন বিখ্যাত ফুটবলাররা এ ম্যাচে অংশ নেবেন এবং এই ম্যাচে বিশ্ব তারকাদের দলের নেতৃত্ব দেবেন বোল্ট। আর বিশ্বের প্রাক্তন ফুটবলাররা ইংল্যান্ড দলের হয়ে খেলবেন। এ দলের নেতৃত্ব দেবেন রবি উইলিয়ামস। গত বছর এই প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন রোনালডিনহো, দিয়েগো মারাডোনার মত প্রাক্তন তারকারা। বোল্ট জানান এমন একটি ম্যাচে খেলতে পারবো ভেবে আমার খুব আনন্দ লাগছে।
ফাইল ছবি
Be the first to comment