শেষকৃত্য সম্পন্ন হলো শ্রীদেবীর

Spread the love

মৃত্যুর চারদিন পর মঙ্গলবার রাতে ফেরানো গিয়েছে অভিনেত্রী শ্রীদেবীর মৃতদেহ। বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হলো। শেষকৃত্য সম্পন্ন হল শ্রীদেবীর। এদিন ভিলে পার্লে সেবা সমাজ শ্মশানে অভিনেত্রীর অন্ত্যেষ্টি সম্পন্ন করেন তাঁর স্বামী বনি কপূর। উপস্থিত ছিলেন দুই মেয়ে জাহ্নবী ও খুশী। তার আগে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মৃতদেহ রাখা হয়েছে সেলিব্রেশন স্পোর্টস ক্লাব গার্ডেনে। সেখানেই দুপুর ১২ টা পর্যন্ত রাখা হয় অভিনেত্রীকে। এরপর সেখান থেকে তাঁর মৃতদেহ পশ্চিম ভিলে পার্লে সেবা সমাজ শ্মশানে নিয়ে যাওয়া হয় দুপুর ২টো নাগাদ।

এদিন তিরঙ্গায় মোড়া শ্রীদেবীকে শ্রদ্ধা জানালেন কাপুর পরিবারের সদস্যরা।

দুবাইয়ে আত্মীয়র বিয়েতে গিয়ে মৃত্যু হয় শ্রীদেবীর। ফরেন্সিক রিপোর্টে জানা যায়, দুর্ঘটনাবশত জলে ডুবে মৃত্যু হয়েছে। রক্তে অ্যালকোহল পাওয়া গিয়েছে বলেও খবর। আইনি জটিলতার জেরে মৃত্যুর চারদিন পর দেশে ফেরানো গিয়েছে তাঁর দেহ। শেষ শ্রদ্ধা জানানোর জন্য লোখান্ডওয়ালার বাড়ি থেকে সেলিব্রেশন স্পোর্টস ক্লাব গার্ডেনে শায়িত রয়েছে শ্রীদেবীর মৃতদেহ। এদিন সকালে শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে সেলিব্রশেন স্পোর্টস গার্ডেন পৌঁছন রেখা। শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে আসেন জয়া বচ্চন, মাধুরী দিক্ষীত। শ্রদ্ধা জানান ঐশ্বরিয়া রাই বচ্চন, শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে আসেন কামাল হাসান, সোনম কাপুর, আরবাজ খান, ফারাহ খান, সুস্মিতা সেন, ঐশ্বরিয়া রাই বচ্চন, হেমা মালিনি, ইশা দেওয়াল। বুধবার সকালে লোখান্ডওয়ালায় শ্রীদেবীকে দেখার জন্য ভিড় জমান তাঁর অনুগামীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*