প্রয়াত হলেন কাঞ্চি কামাকোটি পীঠমের প্রধান শঙ্করাচার্য গুরু জয়েন্দ্র সরস্বতী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাঁকে কাঞ্চিপুরমের শঙ্কর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়। তবে খবর পাওয়া গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই শঙ্করাচার্যর মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি।
এদিন প্রয়াত শঙ্করাচার্যর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ট্যুইট করে বলেছেন, লক্ষ লক্ষ ভক্তর হৃদয়ে থাকবেন শঙ্করাচার্য। তিনি গরিব ও নিপীড়িত মানুষের জীবন বদলে দিয়েছেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শঙ্করাচার্যর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী এদিন টুইটারে লেখেন কাঞ্চি কামাকোটি পীঠমের প্রধান শঙ্করাচার্য গুরু জয়েন্দ্র সরস্বতীর প্রয়াণে অত্যন্ত দুঃখিত।
Be the first to comment