কলম্বিয়ার উত্তরপূর্বাঞ্চলে ভেনেজুয়েলার সীমান্তবর্তী নর্টে দে সেন্টাডারে সেনাদের একটি অভিযানের সময় বিস্ফোরণে পাঁচজন সেনা নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে কলম্বিয়ার সেনাবাহিনী। সূত্রের খবর। সেনাবাহিনী ওই বিস্ফোরণের জন্য বিদ্রোহীদের দোষারোপ করে বলছে, এটি সন্ত্রাসী কর্মকাণ্ড। হাতে তৈরি বিস্ফোরক দিয়ে ওই বিস্ফোরণ ঘটানো হয়। তবে এর চেয়ে বেশি কোনো তথ্য দেয়নি সেনাবাহিনী। তবে কেউই ওই হামলার দায় স্বীকার করেনি। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ওই হামলার তীব্র নিন্দা করেছেন।
Be the first to comment