নীল নদ নিয়ে বিদ্রুপ করায় মিশরের সংগীত শিল্পী শিরিনকে ছয় মাসের কারাদণ্ড

Egyptian singer Shirin Abdel Wahab performs during the 50th session of the International Carthage Festival on August 10 ,2014 at the Roman theater of Carthage near Tunis. AFP PHOTO / FETHI BELAID
Spread the love

নীল নদ নিয়ে বিদ্রুপ করায় শিরিন আবদেল ওয়াহাব নামে মিশরের এক সংগীত শিল্পীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শিরিন মিশরের খুবই জনপ্রিয় একজন শিল্পী ও দ্য ভয়েস অব টিভি শো’র বিচারক। শিরিন তাঁর এক ভক্তকে নীল নদের জলের স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা নিয়ে মজা করে বলেছিলেন, এই জল পান করলে জীবাণু পান করা হবে। তিনি এক বছর আগে সংযুক্ত আরব আমিরশাহিতে একটি কনসার্টে এ কথা বলেছিলেন। পরে অবশ্য শিরিন ক্ষমা চেয়েছেন। তারপরও গত নভেম্বরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে কায়রোর একটি আদালত তাকে এই দণ্ড দেন। জামিনের জামানত হিসেবে শিরিনকে পাঁচ হাজার মিশরীয় পাউন্ড দিতে বলেছেন আদালত। দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন এই তারকা।
সূত্র থেকে প্রাপ্ত

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*