আজ দোল, রঙের উৎসবে মেতেছেন সবাই। এই পুণ্যদিনে জন্মগ্রহন করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তাঁর সততা, দৃঢ়তার জন্য অনেকের কাছেই প্রিয়। ২০১১ এর পালা পরিবর্তনে মমতা ব্যানার্জীর প্রতি প্রবল জনসমর্থনের ফলে হেরে যান বুদ্ধদেব ভট্টাচার্য ও বামফ্রন্ট। ২০১৬ তেও আর কামব্যাক করতে পারেননি। নির্লোভ, সরল অথচ কঠিন এই মানুষটি রাজনীতি থেকে নিজেকে ক্রমশ সরিয়ে নিয়েছেন। পড়াশোনা ও লেখালেখি নিয়েই ব্যস্ত থাকেন তিনি। বুকে শ্বাসকষ্ট জনিত কিছু অসুখও রয়েছে। তাঁর স্ত্রী ও এক কন্যা বর্তমান। আজ তাঁর জন্মদিন। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক সৌজন্য কতটা হতে পারে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা জানানো থেকেই বোঝা যায়। এর আগে যখন বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হয়ে পড়েছিলেন তখন কাউকে না জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা বুদ্ধদেব বাবুর দক্ষিণ কলকাতার বাসভবনে হাজির হন। খানিকটা অবাকই হন বুদ্ধদেববাবু। আজকে আবার জানালেন জন্মদিনের শুভেচ্ছা। আসলে এটা শুধু প্রাক্তনের প্রতি বর্তমানের শুভেচ্ছা নয়। একজন সৎ, আদর্শবান মানুষের প্রতি আরেকজন সৎ, আদর্শবান মানুষের সম্মান জানানো। যদিও দুজনে একেবারেই বিপরীত রাজনীতির এবং ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন কিন্তু সেসব এখানে ব্রাত্য। রোজদিনের তরফ থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং তাঁর সুদীর্ঘ জীবনের কামনা করি।
Be the first to comment