আমেরিকায় হিজাব খোলার দায়ে ক্ষতিপূরনে রাজি কর্তৃপক্ষ

Spread the love

আমেরিকার নিউইয়র্কের ব্রুকলিনে সবার সামনে তিন মহিলাকে হিজাব খুলতে বাধ্য করার ঘটনায় করা এক মামলায় ওই তিন মহিলার সঙ্গে একটি আইনি সমঝোতায় পৌঁছেছে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ। সমঝোতার অংশ হিসেবে তারা ওই তিন মহিলাকে ৬০ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। একটি সুত্র থেকে জানা গেছে যে ওই তিন তরুণীর অভিযোগ ছিল— নিউইয়র্কের ব্রুকলিনের পুলিশ কর্মকর্তারা সবার সামনে তাদের হিজাব খুলে ফেলতে বাধ্য করেছিলেন এবং ছবি তুলেছিলেন। এই অভিযোগে ২০১২ সালে মামলা করেন তিন তরুণী, যাদের একজনকে ফোজদারী মামলায় আটকও করেছিল পুলিশ। তবে ওই নারীর বিরুদ্ধে মামলাটি আগেই খারিজ হয়ে যায়।
তবে হিজাব খোলার ব্যাপারে একই ধরনের আরও কয়েকটি ঘটনা ঘটার পর এ নিয়ে পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং সেই মামলাটিই চলছিল এতোদিন ধরে। সম্প্রতি মামলাটি নিয়ে তিন মহিলার সাথে সমঝোতায় আসে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ, যার অংশ হিসেবে তারা ওই তিন মহিলাকে ৬০ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়।
তিন মহিলার পক্ষে মামলা চালানো তাদের আইনজীবী তাহানি আবুশি বলেন, মামলাটি শুধু মুসলমানদের জন্যই গুরুত্বপূর্ণ ছিল না। একই সঙ্গে অন্য যেসব ধর্মে মাথা ঢেকে রাখার রেওয়াজ আছে, তাদের জন্য এই মামলার রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ছবি, তথ্য – সূত্র থেকে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*