যৌথবাহিনীর সঙ্গে সংর্ঘষে মৃত্যু হল ১২ জন মাওবাদীর। জখম হয়েছেন তিন পুলিশকর্মীও। তাঁদের মধ্যে একজন অ্যান্টি-মাওইস্ট ফোর্স গ্রেহাউন্ডের পুলিশ কনস্টেবল বলে জানা গিয়েছে। তেলেঙ্গানার জয়শঙ্কর ভুপালাপল্লি জেলার ঘটনা।
প্রসঙ্গত, প্রথমে ছত্তিশগড়ের বীজাপুর জেলার পুজারি কাঙ্কের এলাকায় শুক্রবার যৌথভাবে অভিযান চালায় ছত্তিশগড় পুলিশ ও তেলাঙ্গানা পুলিশ। তখনই তেলাঙ্গানা-ছত্তিশগড় সীমান্তের ভেঙ্কটাপুরম গ্রামের কাছে জঙ্গলে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় শুরু হয়। পুলিশের গুলিতে মৃত্যু হয় ১২ জন মাওবাদীর।
উল্লেখ্য, এর আগে ১৮ ফেব্রুয়ারি ছত্তিশগড়ের সুকমায় সুরক্ষাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ২০ জনেরও বেশি মাওবাদীর। তারপর ২৬ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের পালামু জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় আরও চার মাওবাদীর।
Be the first to comment