যুদ্ধবিরতি প্রস্তাব অগ্রাহ্য করে সিরিয়ায় ধ্বংসলীলা চলছেই

Spread the love

জাতিসংঘ ঘোষিত যুদ্ধবিরতি প্রস্তাব অগ্রাহ্য করে সিরিয়ায় ধ্বংসলীলা অব্যাহত রেখেছে সিরিয়ার সরকারি বাহিনী। তথাকথিত যুদ্ধবিরতিকে বুড়ো আঙুল দেখিয়ে বৃহস্পতিবারও পূর্ব ঘুটায় নির্বিচারে বোমা নিক্ষেপ করেছে তারা। এদিন সিরিয়া সরকার ও মিত্র বাহিনীর চালানো বিমান হামলায় শিশুসহ অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সূত্রের খবর। আহত হয়েছেন আরো প্রায় ১২ জন। তবে নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। স্থানীয় এক মানবাধিকারকর্মী জানিয়েছেন, হামলা বন্ধ হওয়ার খবরকে পূর্ব ঘুটার মানুষ উপহাস মনে করে। তারা এক সেকেন্ডের জন্যও এই খবর বিশ্বাস করে না। হামলা বন্ধ হওয়ায় সরকার তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। সিরিয়া সরকার বা রাশিয়া, কোনো পক্ষই বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ করতে চায় না।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*