ইভিএমে কারচুপি হয়েছেঃ মুখ্যমন্ত্রী

Spread the love

“২০১৮ তে বিজেপির পরাজয় হবে। বিজেপির উৎসাহিত হওয়ার কোনও কারন নেই”। শনিবার ত্রিপুরার ফলাফল নিয়ে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ফেরার পথে ইভিএমে কারচুপিরও অভিযোগ তোলেন। তিনি বলেন “ইভিএমে কারচুপি হয়েছে”।

পাশাপাশি ত্রিপুরায় বিজেপির একছত্র দাপটের জন্য কংগ্রেসকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে অনেকবার একসঙ্গে চলার বার্তা দেওয়া সত্ত্বেও তাঁর কথা শোনেননি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি যদি কথা শুনতেন তাহলে বিজেপির এই ফল কখনোই হত না। এছাড়াও মুখ্যমন্ত্রী বিজেপিকে কটাক্ষ্য করে আরও বলেন, এই ফলাফল নিয়ে যারা বাড়াবাড়ি করছেন তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। বিজেপি ও আরএসএসকে শক্তিশালী করা ছাড়া কেন্দ্রীয় সরকারের আর কোনও কাজ নেই। সেন্ট্রাল ফোর্সকেও পলিটিক্যাল করে দেওয়া হয়েছে, যা আজ পর্যন্ত কোনদিন হয়নি। 

 

  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*