ইস্কনের সাথে যৌথ উদ্যোগে রাজ্যে আধ্যাত্মিক পর্যটনকে নতুন মাত্রা দিতে এক অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্য সরকার এবার ইস্কনের সঙ্গে যৌথ উদ্যোগে সাগরদ্বীপের গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে তৈরী করতে চলেছে শিক্ষা ও সংস্কৃতির এক বৈদিক চর্চা কেন্দ্র।
পর্যটকদের আকর্ষিত করার পাশাপাশি একটি বিশ্বমানের ফাউন্টেন পার্ক, কমিউনিটি হলও গড়ে তোলা হবে। থাকবে ‘লাইট অ্যান্ড সাউন্ড’ শোয়ের ব্যবস্থাও। লক্ষ লক্ষ পুণ্যার্থী মকর সংক্রান্তিতে সমাগম হয় গঙ্গাসাগরে। এই বৈদিক কেন্দ্রটি তৈরী হলে আরও মানুষ এখানে আসবেন।
ক্ষমতায় আসার পর মমতা সরকার গঙ্গাসাগরের সংস্কারে অনেক জোর দিয়েছেন। তৈরী হয়েছে অনেক নতুন রাস্তা, সেজে উঠেছে সাগরদ্বীপও।
Be the first to comment