আজ হাওড়া পদক্ষেপের ‘বিনা মূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি নির্ণয় শিবির’ সুষ্ঠ ভাবে সম্পন্ন

Spread the love

গত বছরের মত এবছরেও হাওড়া পদক্ষেপের ঐকান্তিক প্রয়াস, ‘বিনা মূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি নির্ণয় শিবির’ আজ হাওড়া রামরাজাতলার শঙ্করমঠ প্রাঙ্গনে সুষ্ঠ ভাবে সম্পন্ন হল। বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এই শিবিরে এসেছেন। এই শিবিরে মোট ১২৩ জনের চক্ষু পরীক্ষা করা হলো এবং ৪০এর অধিক রুগীর নির্ণেয় ছানি সম্পূর্ণ বিনা ব্যায়ে আন্দুল দিশা আই কেয়ারে অপারেশন করা হবে। এই অনুষ্ঠানের সাফল্যে সমস্ত পদক্ষেপের সদস্য, আন্দুল দিশা আই কেয়ার, শঙ্করমঠ কর্তৃপক্ষ এবং বিশেষ ভাবে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রাজকুমার লাহার ভূমিকা অনস্বীকার্য। এছাড়াও উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ অমিত পাল। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসাহ দিয়েছেন সাঁত্রাগাছি কেদারনাথ স্কুলের প্রধান শিক্ষক প্রণব শরণ চট্টোপাধ্যায়, স্থানীয় বিধায়ক জটু লাহিড়ী।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*