পথ দূর্ঘটনা রুখতে এবার শহরের জেব্রা ক্রসিং-এ বসছে স্বয়ংক্রিয় গেট

Spread the love

পথ দূর্ঘটনা রুখতে এবার অভিনব পদক্ষেপ কলকাতা পুলিশের। শহরের জেব্রা ক্রসিং গুলোতে বসানো হচ্ছে স্বয়ংক্রিয় গেট। গেট গুলির বিশেষত্ব হল সিগন্যালের সঙ্গে ওঠানামা করবে গেট গুলি। ফলে যখন তখন জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করতে পারবেন না পথচারীরা। কলকাতা ট্রাফিক পুলিশ ও পরিবহণ দফতরের যৌথ উদ্যোগে এই গেট গুলি বসানো হচ্ছে। পরীক্ষামূলকভাবে এই গেট বসানো হয়েছে রবীন্দ্রসদন চত্বরে। পরবর্তীকালে শহরের সব জেব্রা ক্রসিং-এ এই স্বয়ংক্রিয় গেট বসানো হবে বলে সূত্রের খবর।
এক ট্রাফিক পুলিশ আধিকারিকের কথায়, “এতদিন পথচারীরা রাস্তায় গ্রীন সিগন্যাল থাকলেও জেব্রা ক্রসিং দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতেন। এতে দেখা গেছে বিভিন্ন সময় দূর্ঘটনার মধ্যে অনেককেই পড়তে হয়েছে। ফলে জেব্রা ক্রসিং গুলিতে এই স্বয়ংক্রিয় গেট লাগানো থাকলে রেড সিগন্যান না হওয়া পর্যন্ত পথচারীরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করতে পারবেন না। এতে দূর্ঘটনা অনেকটা এড়ানো যাবে।”

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*