অধিবেশনের প্রথম দিনই উত্তাল সংসদ

Spread the love

পিএনবি জালিয়াতি সহ একাধিক বিষয়ে বিরোধী দলগুলির হট্টগোলে উত্তাল হয়ে উঠল লোকসভা। সোমবার সংসদের অধিবেশনের প্রথম দিনই সরব হন বিরোধী দলগুলির সাংসদরা। গোলমালের জেরে সারাদিনের জন্য অধিবেশন মুলতুবি ঘোষণা করে দিতে বাধ্য হন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। এদিন লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর প্রথমে প্রয়াত সাংসদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন স্পিকার। এরপরেই তৃণমূল, কংগ্রেস, টিআরএস সহ বিভিন্ন বিরোধী দল এবং টিডিপি সাংসদরা ওয়েলে নেমে এসে চিৎকার করতে থাকেন। তাঁরা পিএনবি জালিয়াতিতে মূল অভিযুক্ত নীরব মোদীর বর্তমান অবস্থানের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব চান। তৃণমূল সাংসদরাও একই দাবি জানান। বারবার বলা সত্ত্বেও বিক্ষোভ না থামায় প্রথমে দুপুর পর্যন্ত এবং শেষে সারাদিনের জন্য অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার।

এদিকে লোকসভার মতোই আজ রাজ্যসভাতেও পিএনবি জালিয়াতি, কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট বোর্ড সহ বিভিন্ন বিষয়ে হট্টগোল শুরু করেন বিরোধীরা। ফলে দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন। তৃণমূল সাংসদরা পিএনবি জালিয়াতি নিয়ে সরব হন। তাঁদের পাশাপাশি কংগ্রেস, এআইএডিএমকে, ডিএমকে ও টিডিপি সাংসদরা ওয়েলে নেমে এসে স্লোগান দিতে থাকেন। এআইএডিএমকে ও ডিএমকে সাংসদরা ঐক্যবদ্ধভাবে কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট বোর্ড গঠনের বিষয়ে আদালতের নির্দেশ কার্যকর করার দাবি জানাতে থাকেন। টিডিপি ও কংগ্রেস সাংসদরা দাবি করেন, তেলঙ্গানা গঠন করার পর অন্ধ্র প্রদেশকে যে স্পেশাল স্টেটাস দেওয়ার কথা বলা হয়েছিল, সেটা কার্যকর করতে হবে।

গোলমালের জেরে এদিন প্রথমে ১০ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি হয়ে যায়। এরপর অধিবেশন শুরু হতেই ফের হট্টগোল শুরু হয়। ফলে দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারম্যান।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*