শ্রীলঙ্কায় জরুরি অবস্থার ঘোষণা

Spread the love

ভারত-শ্রীলঙ্কা-বাংলাদেশ ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্ট নিদাহাস ট্রফি শুরু হওয়ার দিনেই শ্রীলঙ্কায় সারা দেশজুড়ে ১০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হল ৷ সরকারি আধিকারিকের কথায়, ক্যান্ডিতে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা ঘটার পরদিনই আর কোনও ঝুঁকি না নিয়ে দেশে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সাম্প্রদায়িক দাঙ্গা যাতে দেশের অন্য কোথাও না ছড়ায় তার জন্যই একটি বিশেষ ক্যাবিনেট বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে খবর ৷
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা চালু হওয়ার পরেই অবশ্য ত্রিদেশীয় সিরিজ নিয়ে সংশয় তৈরী হয়েছে ৷ যদিও টুর্নামেন্ট বন্ধ করার কোনও সম্ভাবনা নেই বলেই শ্রীলঙ্কা বোর্ড সূত্রে খবর ৷ বিসিসিআই কর্তা রাজীব শুক্লা ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*