শিনা বোরা হত্যাকান্ডে অভিযুক্ত ইন্দ্রানী মুখার্জিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির আদালত। পাতিয়ালা হাউজ আদালতে তার মামলা চলছে। এদিকে আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে সম্প্রতি পি চিদম্বরমের ছেলে কার্তিকে গ্রেপ্তার করেছে সিবিআই। চলছে জিজ্ঞাসাবাদ। এরই মাঝে আদালত ইন্দ্রানীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় কার্তি চিদম্বরমকে। তাকে, ইন্দ্রাণী ও পিটার মুখার্জিকে মুখোমুখি বসিয়ে জেরা করার জন্য মুম্বই নিয়ে যায় সিবিআই। আইএনএক্স মিডিয়ার অন্যতম কর্তা ছিলেন পিটার ও ইন্দ্রাণী মুখার্জি। অভিযোগ, আইএনএক্স মিডিয়া গ্রুপ থেকে প্রায় ৩ কোটি টাকা ঘুষ নিয়েছিল কার্তি। গতবছর মে মাসে কার্তির বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা করে ইডি।
Be the first to comment