পিএনবি জালিয়াতির ঘটনায় ডেকে পাঠানো হলো চন্দা কোচ্চার এবং শিখা শর্মাকে

Spread the love

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আর্থিক জালিয়াতির ঘটনায় ডেকে পাঠানো হল আইসিআইসিআই-এর চিফ এগজিকিউটিভ অফিসার চন্দা কোচ্চার এবং অ্যাক্সিস ব্যাঙ্কের প্রধান শিখা শর্মাকে। মঙ্গলবারই তাঁদের মুম্বইয়ের দুর্নীতিদমন শাখার কার্যালয়ে হাজির হওয়ার কথা। গীতাঞ্জলি গ্রুপকে ঋণের সুযোগ দেওয়ার কারণে তাঁদের ডেকে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আর্থিক জালিয়াতির ঘটনায় প্রধান অভিযুক্ত নীরব মোদী। তাঁর মামা তথা ব্যবসার সঙ্গী মেহুল চোকসির গীতাঞ্জলি গ্রুপকে ঋণ দিয়েছিল ৩১টি ব্যাঙ্ক। ওই ব্যাঙ্ক কনসর্টিয়ামের নেতৃত্বে ছিল আইসিআইসিআই। এদিকে গতবছর চোকসির সংস্থা গীতাঞ্জলি জেমসকে ৭০০ কোটি টাকা ঋণ দিয়েছিল অ্যাক্সিস ব্যাঙ্ক।
তবে, এই দুই ব্যাঙ্কের শীর্ষ কর্তাদের শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। এখনই তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ আনছে না দুর্নীতিদমন শাখা।
উল্লেখ্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আর্থিক জালিয়াতির ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*