আজ কলম্বোতে ত্রিদেশীয় টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কা অধিনায়ক দিনেশ চন্ডীমল ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেন। ২০ ওভার শেষে ভারতের রান ৫ উইকেটে ১৭৪। এদিন ব্যাট করতে নেমে শুরুতেই ভারত বিপর্যয়ে পড়ে। ভারত অধিনায়ক রোহিত শর্মা ০ রানে আউট হয়ে যান। সুরেশ রায়না মাত্র ১ রান করে আউট হয়ে যান। এরপর ওপেনার শিখর ধাওয়ানের সাথে জুটি বাঁধেন মণিশ পান্ডে। দুজনের জুটিতে রান ওঠে ৯৫। শিখর ধাওয়ান দলের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন মাত্র ৪৯ বলে। এদিন তিনি ৬টি চার এবং ৬টি ছক্কা হাঁকান। এছাড়াও মণিশ পান্ডে ২৭, ঋষভ পন্থ ২৩ এবং দীনেশ কার্তিক ১৩* রান করেন। এদিন ভারতীয় দলে অভিষেক হয় অলরাউন্ডার বিজয় শঙ্করের।
Be the first to comment