ত্রিপুরা ও তামিলনাড়ুতে মূর্তি ভাঙার কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তিনি জানান, যা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, ৫ মার্চ ত্রিপুরার বিলোনিয়ায় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় লেনিনের মূর্তি। অভিযোগ ওঠে বিজেপি-র দিকে। এরপর মঙ্গলবার লেনিন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তামিলনাড়ুর বিজেপি নেতা এইচ রাজা। প্রতিবাদ করে প্রায় সবকটি রাজনৈতিক দলই। আর এরপরই দ্রাবিড় আন্দোলনের স্রষ্টা পেরিয়ারের মূর্তির উপর হামলার ঘটনা ঘটে। দুটি ঘটনারই নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথাও বলেন তিনি। দু’রাজ্যের সরকারকেই কড়া নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আরও বলা হয়েছে, এই ঘটনাগুলির সঙ্গে যে বা যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে।
Be the first to comment