পিএনবি-র প্রাক্তন ডেপুটি ম্যানেজার গোকুলনাথ শেট্টিকে আবারও গ্রেপ্তার করল সিবিআই। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১২ হাজার ৭০০ কোটি টাকা জালিয়াতির সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি পিএনবি-র প্রাক্তন ডেপুটি ম্যানেজার গোকুলনাথ শেট্টিকে গ্রেপ্তার করে সিবিআই। তাঁকে ১৪ দিনের সিবিআই হেপাজতের নির্দেশ দেওয়া হয়। ৩ মার্চ সেই হেপাজতের মেয়াদকাল শেষ হয়েছে। কিন্তু, সিবিআই সূত্রে খবর, যেহেতু পিএনবি জালিয়াতির ঘটনায় এই প্রাক্তন ডেপুটি ম্যানেজার সরাসরি যুক্ত তাই তদন্তের স্বার্থে তাঁকে ফের নিজেদের হেপাজতে নেওয়া হবে। তাই মঙ্গলবার ফের তাঁকে গ্রেপ্তার করলো সিবিআই।
সিবিআই সূত্রে আরও জানা গেছে, ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে নীরব মোদী ও মেহুল চোকসিকে সরাসরি সাহায্য করেছিলেন পিএনবি-র প্রাক্তন ডেপুটি ম্যানেজার গোকুলনাথ শেট্টি। প্রসঙ্গত, গতকাল গীতাঞ্জলি গ্রুপ অব কম্পানির ভাইস প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে সিবিআই।
Be the first to comment