আবারও বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা ৷ সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকেই মহার্ঘ ভাতা ২ শতাংশ বাড়তে চলেছে ৷ মন্ত্রীসভার বৈঠকের পর এই বিষয়ে ঘোষণা করা হবে ৷ ঘোষণার ফলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকার কর্মচারী ও পেনশন ভোগি মানুষেরা উপকৃত হবে৷ চলতি বছরের জানুয়ারি মাসের ১ তারিখ থেকেই বলবৎ হবে এই নিয়ম ৷
প্রসঙ্গত, এই বছরই কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ৬ শতাংশ বৃদ্ধি করে মূল বেতনের ১২৫ শতাংশ করা হয়েছিল এবং সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সেই অংশ মূল বেতনের সঙ্গেই যুক্ত করা হয়েছে। বুধবার ঘোষিত হওয়া দু’শতাংশ ডিএ গত জুলাই মাস থেকে প্রযোজ্য হবে। এর ফলে এ রাজ্যের কর্মীদের সঙ্গে কেন্দ্রের ডিএ’র ব্যবধান বেড়ে দাঁড়াল ৫৬ শতাংশ।
Be the first to comment