এক বছর কেটে গেলো। গতবছর আজকের দিনেই চলে গিয়েছিলেন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। ১৯৯৯ সালে তিনি উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গের পল্লীগান ও লোকায়ত গানের ঐতিহ্যকে পুনর্জাগরণের উদ্দেশ্যে লোকগানের ব্যান্ড ‘দোহা’-র সহপ্রতিষ্ঠা করেন। আসাম তথা উত্তর-পূৰ্ব ভারতের চিলেটি গান‚ বিহু‚ বাউল, কামরূপী‚ ভাওয়াইয়া গান উঠে এসেছিল তাঁর সুরে। তাঁর কথায় উঠে এসেছিল কয়লাখনির শ্রমিকদের বর্ণনা, বাংলাদেশ থেকে ছুটে এসেছিল জলের গান। তবে সবকিছুই যেন খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, তাঁর চলে যাওয়া টাও।
এখনও অনেক গান গাওয়ার বাকি ছিল, অনেক কথা বলার বাকি ছিল, অনেক সুর তোলার বাকি ছিল। মৃগনাভিতার ঢোল আজও বাজে, দোতারা তে সুর ওঠে, একতারা আজও বাজে, শুধু ‘মনের মানুষ’টাই- নেই।
সুর-আলোকে ভালো থাকুক কালিকা, রোজদিনের পক্ষ থেকে রইল শ্রদ্ধাঞ্জলি।
ছবিঃ সংগৃহীত
Be the first to comment