আজ ৮ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। গান্ধীমূর্তির পাদদেশে অন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের মহিলা সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী বলেন-
আজকের দিনটা আমরা আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করি।
মা বোনেদের প্রতি এই দিনটা ডেডিকেট করছি।
আমাদের রাজ্যে চাইল্ড কেয়ার লিভ হিসেবে ৭৩০ দিন ছুটি দেওয়া হয়।
কেন্দ্রের একটা প্রকল্প আছে খায় না মাথায় দদেয় জানিনা। বেটি পড়াও, বেটি বাঁচাও। সেই প্রকল্পের জন্য মোট ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এতে রাজ্যগুলির ভাগে ৩ পয়সাও জোটে না।
বেটি হাটাও প্রজেক্ট হয়ে গেছে। আর আমদের একটা কন্যাশ্রী প্রকল্প আছে। যার জন্য আমাদের রাজ্যে ৬০০০ কোটি টাকা বরাদ্দ করেছি। আমরা বলেছিলাম তাদের যদি সদিচ্ছা থাকে এটাকে মডেল করে এগোতে।
৮ কোটি মানুষ ২ টাকা কেজি চাল দিই।
কেন্দ্রের টাকা শোধ করেও আমরা কাজ করে যাচ্ছি।
আমরা ১ এপ্রিল থেকে কন্যাশ্রীর মত রুপশ্রী প্রকল্প চালু করছি।
একটা মানুষ দেখছি যা বকবক করছে। আর তাদের যা ভাষা, শুনলে লজ্জা করে। এটা বাংলার মানুষ পছন্দ করে না। বাংলার মানুষ কুকথা বলে না। নাম না করে বিজেপি রাজ্য সভাপতিকে কটাক্ষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।
১০০ দিনের কাজে ৪৮ শতাংশ মহিলা কাজ করে।
যাঁরা সাম্প্রদায়িক ভাগাভাগি করে, তাদের চাই না।
পাঁচটা মাওবাদী এসে কি করল, আর তারজন্য সরকারকে দোষারোপ। কেওড়াতলায় শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙা প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আরও বলেন, বলা হচ্ছে মমতার পাড়ায় এই সব হচ্ছে। মমতার পাড়াতো গোটা বাংলাটাই।
লেলিন মূর্তি যারা ভেঙেছে তার নিন্দা করি। শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙাকেও নিন্দা করি। কোনও মূর্তি ভাঙাকে আমি সমর্থন করিনা। ভিন্নমত থাকতে পারে, তাই বলে মূর্তি ভাঙতে হবে, আমি এটা সমর্থন করি না।
কথায় কথায় বলছে এবার বাংলা দখল করবে। আরে বাংলা এবার দিল্লী দখল করে দেখিয়ে দেবে। ওদের টার্গেট বাংলা, আর আমাদের টার্গেট লালকেল্লা। ভুল করে বাংলার দিকে তাকিয়েও দেখো না। বিজেপিকে আক্রমণ মমতার।
বাংলাকে বদনাম করার চেষ্টা করছে।
মহিলারা দিচ্ছে ডাক, বিজেপি চলে যাক। দু-হাজার উনিশ, বিজেপি হিবে ফিনিশ।
রিপোর্টার – রফিকুল জামাদার
Be the first to comment