আন্তর্জাতিক নারী দিবসে কুনওয়ার বাই-য়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী

Spread the love

আন্তর্জাতিক নারী দিবসে স্বচ্ছ ভারত অভিযানের ম্যাসকট কুনওয়ার বাইয়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার টুইট করে তিনি বলেন, সেই সময় ছত্তিশগড়ে গিয়ে কুনওয়ার বাইয়ের আশীর্বাদ নি। সেই অভিজ্ঞতা আমি কখনওই ভুলব না। তিনি আর নেই। কিন্তু, তিনি আমাদের হৃদয়ে বেঁচে রয়েছেন। 


স্বচ্ছ ভারত অভিযানের সঙ্গে ছত্তিশগড়ের কুনওয়ার বাই অঙ্গাঙ্গীভাবে জড়িত। স্বচ্ছ ভারত অভিযানে অনুপ্রাণিত হয়ে দশটির মধ্যে আটটি ছাগল বিক্রি করে দিয়েছিলেন কুনওয়ার বাই। নিজের বাড়িতে শৌচাগার নির্মাণের জন্য টাকা জোগাড়ের জন্য বিক্রি করে দিয়েছিলেন নিজের শেষ সম্পদটুকুও। নিজের গ্রাম নয়, পাশের গ্রামের বাসিন্দাদেরও শৌচাগার নির্মাণে অনুপ্রাণিত করেছিলেন তিনি। ২০১৬ সালে প্রথম প্রকাশ্যে শৌচকর্ম মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয় ধর্মাত্রি জেলাকে।  ২০১৬ সালেই তাঁকে স্বচ্ছ ভারত অভিযানের ম্যাসকট করেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, স্বচ্ছ ভারত অভিযানে তাঁর অবদান কখনই ভোলার নয়। তাঁর কাজকর্মে আমি সবসময় অনুপ্রাণিত হই।

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*