স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতা আগামী বছর থেকে রাজ্যের পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত হবে। নবান্নে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি, আগামী ১১ সেপ্টেম্বর স্বামীজির শিকাগো বক্তৃতার একশ পঁচিশ বছর পূর্তির দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করবে রাজ্যসরকার ও ১৯শে সেপ্টেম্বর পর্যন্ত পালন করা হবে সম্প্রীতি সপ্তাহ। ১১ সেপ্টেম্বর বেলুড় মঠে পালন করা হবে সংহতি দিবস। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ১৯ সেপ্টেম্বর নেতাজী ইন্ডোরে হবে সম্প্রীতি সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান। সেখানেও উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। নবান্নে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর পাশাপাশি, শিকাগোতে স্বামীজির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে। শিকাগোতে অনুষ্ঠান কবে হবে তা এখনও ঠিক হয়নি। তবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যেই শিকাগোতে অনুষ্ঠান হবে বলে এদিন জানান, বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে স্বামীজির শিকাগো ভাষনের ১২৫তম বর্ষ উদযাপন নিয়ে রাজ্য সরকারের যে কমিটি গঠন হয়েছিল সেই কমিটির এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়,
স্বামীজীর বাড়িতে লাইট ও সাউন্ডের মাধ্যমে শিকাগো বক্তৃতার দৃশ্য দেখানো হবে। শিকাগো বক্তৃতার ১২৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ ও মিশনকে আরো ১০ কোটি টাকা দেওয়া হবে, এর আগেও ১০ কোটি টাকা দেওয়া হয়েছিল বলে এদিন জানান শিক্ষামন্ত্রী।
রিপোর্টার – রফিকুল জামাদার
Be the first to comment