শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-২০ নিদাহাস টুর্নামেন্টে প্রথম ম্যাচে হারের পরে বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল ভারতের। বৃহস্পতিবার সেই লড়াই খুব সহজেই জিতে গেলো রোহিত শর্মারা। প্রথমে জয়দেব উনাদকাট (৩-৩৮) এবং বিজয় শঙ্কর (২-৩২) এর বোলিং-এ বাংলাদেশ করে আট উইকেটে ১৩৯ রান। এর পর শিখর ধবনের (৪৩ বলে ৫৫) আরও একটা হাফসেঞ্চুরির সৌজন্যে আট বল বাকি থাকতে ছ’উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। ধবন ছাড়াও রান পেলেন সুরেশ রায়না (২৭ বলে ২৮), মণীশ পাণ্ডে (১৯ বলে অপরাজিত ২৭)। তবে ম্যাচের সেরা হয়েছেন দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলা অলরাউন্ডার বিজয় শঙ্কর। মাঝের ওভারে আঁটসাঁট বল করে বাংলাদেশকে আটকে রাখার জন্য তাঁর এই পুরস্কার। এছাড়াও উইকেট না পেলেও ভালো করেছেন ওয়াশিংটন সুন্দর। এ দিন জয়দেব উনাদকাটের সাথে বোলিং ওপেন করেন ওয়াশিংটন সুন্দর। বল ওপেন করতে এসে আঁটসাঁট বোলিংই করছেন তিনি। চার ওভারে মাত্র ২৩ রান দেন এই নবাগত অফস্পিনার। ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চহাল এবং শার্দূল ঠাকুর।
ফাইল ছবি
Be the first to comment