সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। এবার মৃত্যুর অধিকারকে স্বীকৃতি দিল আদালত। মরণাপন্ন রোগীর স্বেচ্ছামৃত্যুকে আইনসিদ্ধ বলে ঘোষণা করলো দেশের সর্বোচ্চ আদালত। গাইডলাইন মেনেই স্বেচ্ছামৃত্যুতে সম্মতি দিল দেশের সর্বোচ্চ আদালত। সম্মানজনক মৃত্যু জীবনের অধিকার বলে শুক্রবার সর্বোচ্চ আদালতের তরফে মন্তব্য করা হয়েছে।
এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র-এর নেতৃত্বে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ শুক্রবার এই মন্তব্য করে। এ বিষয়ে সরকারকে উপযুক্ত আইন প্রণয়নেরও নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি স্বেচ্ছা মৃত্যু নিয়ে আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত এই গাইডলাইন বহাল থাকবে বলেও জানানো হয়েছে।
Be the first to comment