মমতা সরকার

Spread the love

আসুন বিশদে জানি
প্রকল্পঃ রূপশ্রী

মেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় ২০১৩ সালের ১লা অক্টোবর ঘোষণা করেছিল কন্যাশ্রী প্রকল্পের। এই প্রকল্পের বিপুল সফলতার পর মেয়েদের জন্য আরেকটি অসাধারন প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার। ২০১৮-১৯ সালের রাজ্য বাজেটে ঘোষণা করা হয় এই নতুন প্রকল্পের – নাম ‘রূপশ্রী’।

২০১১ সালে ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষের সরকার। রাজ্যের অচলাবস্থাকে দূরে সরিয়ে প্রতি ক্ষেত্রে উন্নয়নের জন্য গত ছয় বছরে সমাজের প্রতি স্তরের মানুষের জন্য রাজ্য সরকার করেছে একগুচ্ছ প্রকল্প।

পড়াশুনা শেষ করার পর মেয়ের বিবাহের জন্য অনেক গরীব পরিবার খরচ জোগাড় করতে বহু অসুবিধায় পড়েন। রাজ্য সরকার সেইসব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ভার লাঘব করতে অঙ্গীকারবদ্ধ। যে সকল পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের মেয়েদের ১৮ বছর বয়সের পর বিবাহ হলে আরও একাকালীন ২৫০০০ টাকা সহায়তা পাবে। এই প্রকল্পে প্রায় ৬ লক্ষ পরিবার উপকৃত হবে। স্থানীয় বিডিও অফিস থেকে ৩০শে মার্চ থেকে ‘রূপশ্রী’ প্রকল্পের ফর্ম পাওয়া যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*