মহারাষ্ট্রের পালঘরে বয়সার-তারাপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন। মৃত ৩। ঘটনায় গুরুতর জখম ১৫। সূত্রের খবর, বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ঘটনাস্থল থেকে। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১১ বেজে ১৫ মিনিট নাগাদ পালঘরের রামদেও কেমিক্যাল প্ল্যান্টস থেকে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। আশঙ্কা করা হচ্ছে বিস্ফোরণটি ঘটে কারখানার বয়লার রুমে। যদিও প্রতক্ষ্যদর্শীদের দাবি, বিস্ফোরণের শব্দে প্রথমে মনে হয়েছিল, যেন বোমা বিস্ফোরণ ঘটেছে।
এদিকে পালঘর কন্ট্রোল পুলিশ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাত এগারোটার পর প্রথম বিস্ফোরণটি ঘটে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণটি ঘটেছে সেটা এখনও জানা যায়নি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী।
Be the first to comment