কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর তোপের মুখে পড়লো বিজেপি। সোনিয়া গান্ধী সম্প্রতি এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংসদে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে বিভিন্ন বিষয় বিরোধীদের কন্ঠরোধের চেষ্টা করছে। যার ফলে দেশ এখন একাধিক সমস্যার সম্মুখীন হলেও, সমাধানের পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিনের বক্তব্যে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের মধ্যে আধার প্রকল্প নিয়ে সবচেয়ে বেশি সরব হন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। তিনি মনে করেন, প্রতিটি বিষয় আধার বাধ্যতামূলক হওয়ার ফলে, সরকার মানুষের জীবনে অনধিকার প্রবেশ করছে। যার জেরে যেকোনও ব্যক্তির গোপনীয়তা রক্ষার অধিকার প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে।
পাশাপাশি এদিন তিনি আরও বলেন তথ্যের অধিকার সংক্রান্ত বিভিন্ন আইন প্রনোয়নতো হয়নি, বরং সেটাকে বাক্সবন্দি করে ফেলা হয়েছে।
Be the first to comment