কবিতা – ইন্দ্রপতন

Spread the love

সুনন্দ মন্ডল-

উজ্জ্বল আকাশে ঝলমলে তারাদের মাঝে
নিজ আলোয় সুরভিত তরঙ্গ তোমার নাম।
শিশু চরিত্র কিংবা যৌবনের উল্কা তুমি
ছিলে মানব জাতির স্নিগ্ধ কৌমুদিনী।

বনস্পতির মহীরুহ হয়ে পৌঁছেছিলে শিখরে
পর্বতের পাদদেশ ছিল আর কত শিষ্যদের।
মুম্বাই থেকে দুবাই কাঁপিয়েছিলে নামের তর্জনে
হীরের মুকুট উঠেছিল মাথায় তেরোর ঘরে।

আজ হঠাৎই হিম্মতওয়ালার হিম্মতওয়ালী
খসে পড়ল চলচ্চিত্রের পর্দা ভেদ করে নাভিমূলে।
‘মম’ হয়ে মানুষের মাঝেই ঠাঁই নেবে বাকিদিন
চুয়ান্নতেই ইন্দ্রপতন নক্ষত্রখচিত সুন্দরীর।

অকাল হৃদরোগ কেড়ে নিল প্রাণ তাজা রক্তের
বিষণ্ন চারিদিক বসন্তের মিছিলে শোকস্তব্ধ।
ছন্দপতনে কেটে গেল সুর বিজয়ের কোলাহল
শুধু প্রাণময় ভালোলাগা একরাশ বেঁচে থাক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*