ত্রিপুরায় লেনিন মূর্তি ভাঙার পাল্টা মণীষীদের মূর্তিকে ক্ষতিগ্রস্থ করার যে প্রথা শুরু হয়েছে তাতে এবার আক্রান্ত হল বীর নেতাজির মূর্তি। মধ্যপ্রদেশের জব্বলপুরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে কালি লেপে দিল একদল দুষ্কৃতী৷ নেতাজির একটি সাদা মূর্তিকে কেলি লেপে নষ্ট করা হযেছে বলে জানা গিয়েছে। শুক্রবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় দেশ জুড়ে৷ দোষীদের চিহ্নিত করতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন৷
উল্লেখ্য, ত্রিপুরায় ভোটে জিতে বিজেপির ক্ষমতায় আসার পর লেনিনের দুটি মূর্তি ভাঙা নিয়ে গন্ডগোলের সূত্রপাত৷ যদিও বিজেপি নেতা রাম মাধবের দাবি, কোনও মূর্তি ত্রিপুরায় ভাঙা হয়নি৷ কয়েকজন ব্যক্তি নিজের জমিতে ওই মূর্তি বসিয়েছিলেন পরে তিনি নিজেই ওই মূর্তি সরিয়ে নিয়েছেন৷ লেনিনের মূর্তি আক্রান্ত হওয়ার খবর ছড়াতেই পাল্টা আক্রমণ করা হয় একাধিক মণীষীদের মূর্তিকে৷ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদের মূর্তিকে কালি লাগানোর মতো ঘটনা ঘটেছে দেশের অন্যপ্রান্তেও৷
পাশাপাশি উত্তরপ্রদেশের মীরাটে ক্ষতিগ্রস্থ হয় বি আর আম্বেদকরের মূর্তি, কেরলের কান্নুরে কালি মাখিয়ে দেওয়া হয় গান্ধি মূর্তিতেও৷ সেই তালিকায় এবার এবার জুড়ল নেতাজির নাম।
Be the first to comment