“know me for my abilities
not my disability”
Robert M. Hensel এর লেখা এই বক্তব্য প্রযোজ্য সকল বিশেষভাবে সক্ষম মানুষের জন্য। Robert দুরারোগ্য Spina bifida রোগের শিকার ছিলেন। তা সত্ত্বেও হুইল চেয়ারে বসে ৬.১৭৮ মাইল গিয়ে রেকর্ড করে গিনেস বুক অব ওয়ার্ল্ডে স্থান পান।
হ্যাঁ একটা অঙ্গ ততটা জোরালো নয়, কিন্তু বাকি অঙ্গগুলো ছুঁতে চায় আকাশ। প্রবল ইচ্ছা, একাগ্রতা, জেদ ও পরিশ্রম দিয়ে এই বিশেষ ভাবে সক্ষম মানুষেরা বারে বারে নিজেদের প্রমাণ করেছেন। চ্যালেঞ্জ accept করেছেন। বুঝিয়ে দিয়েছেন না তাদের কোনো প্রতিবন্ধক্তা নেই, তাই প্রতিবন্ধী নামটাও জরুরী নয়।
আগামী ২৩ ও ২৪ মার্চ মোহর কুঞ্জে Waste Free Environment নামে একটি কর্মশালা হবে। যাদের প্রশিক্ষণ দেওয়া হবে। তারা সবাই বিশেষ ভাবে সক্ষম। ভাস্কর ঘোষাল ও দেবজ্যোতি রায় নামে দুই তরুণের সদিচ্ছায় হচ্ছে এই ওয়ার্কশপ। NIP নামে এক সংস্থার মাধ্যমে তাঁরা দিশা দেখাচ্ছেন বহু মানুষকে।
Waste Free Environment বিষয়টি আসলে কি?
বলতে গিয়ে কবিগুরুর একটি লাইন মনে পড়ে যায়। ‘তোমার মহাবিশ্বে কিছু হারায়নাকো কভু’। আসলে বড় বড় মাল্টি স্টোরিড বিল্ডিং তৈরীতে বেশ কিছু বর্জ্য পদার্থ বের হয়। যেমন অতিরিক্ত রড, ভাঙ্গা টাইলস, মার্বেল এইরকম অনেক কিছু, এইগুলি দিয়েই সৌন্দর্য্যায়নের কাজ করবে ছেলে মেয়েরা। রিয়াল এস্টেটের কর্তাদের সঙ্গে যোগাযোগ করছে NIP। বিভিন্ন বাড়ির সৌন্দর্য্যায়নের জন্য যে সামগ্রী লাগে তাই তৈরী করবে এই ছেলে মেয়েরা। প্রাথমিকভাবে ১০টা আইটেম ভাবা হয়েছে। প্রত্যেক আইটেমেই ৪জন করে বিশেষ ভাবে সক্ষম ছেলে মেয়েরা কাজ করবেন। এদের প্রশিক্ষণ দেবেন Indian Art Collegeএর ছেলে মেয়েরা।
কিন্তু হঠাৎ এই ধরণের কর্মশালা কেন?
ভাস্কর ও দেবজ্যোতি সমস্বরে বলেন, আসলে বিশেষভাবে সক্ষম মানুষগুলি সবাই যে সচ্ছল পরিবার থেকে আসেন তা নয়, তারপর এঁদের বাবা-মা মারা যাওয়ার পর নিতান্তই অসহায় হয়ে পড়েন। সেইজন্য আমাদের চেষ্টা যাতে তাঁদের স্ব-নির্ভর করা যায়। কেউ কেউ হয়তো ইতিমধ্যেই নানা কাজে যোগ্যতার সাথে বহাল রয়েছেন। কিন্তু যাঁদের কিছু করার নেই তাঁদের নিয়েই আমাদের এই প্রচেষ্টা। তাছাড়া কর্পোরেট হাউজগুলো ২.৫ শতাংশ C.S.R এ দেওয়ার কথা, সেক্ষত্রে এইসব ছেলেমেয়েদের প্রোডাক্টগুলি কিনে তাঁরাই লাভবান হবেন। পাশাপাশি সমাজের দায়িত্ব পালন হবে।
এই দুই যুবকের একটু অন্যধরনের চেষ্টাকে সাধুবাদ জানাতে হয়। সবশেষে হেলেন কেলারের একটি Quotation দিচ্ছি যা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। “Never bend your head. Always hold it high. Look the world straight in the eye.”
Be the first to comment